কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর এর উদ্যোগে অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গত এক যুগ ধরে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।তারই অংশ হিসেবে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের দৃষ্টিশক্তি হারানো মোসলেমের মেয়ে নীলুফাকে সেলাই মেশিন উপহার ও নগদ অর্থসহায়তা করা হয়।মেয়েটি সরকারি মনসুর আলী কলেজে অনার্সে পড়ে।হঠাৎ একমাত্র উপার্জনক্ষম তার বাবার চোখে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চোখের আলো হারিয়ে পরিবারটি বিপদে পড়ে যায়।
ভয়েস অব কাজিপুর এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন,"এলাকার প্রতিটি অসহায় পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই,কাজিপুরকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এর আগেও আমরা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান কিনে দেওয়া,দোকান নির্মাণ করা, গৃহপালিত পশু উপহার,ব্যবসায় পুঁজি দেওয়া,বিভিন্ন ব্যবসায় সহযোগিতা করা হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অব কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন,সাবেক সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সাবেক সহ সভাপতি আব্দুল মজিদ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিন্টু,চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল হোসেন,ভয়েস অব কাজিপুর এর সাবেক সদস্য মোতাহার হোসেন,আজাহার আলী সহ আরো অনেকে।