সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সহ ২ জন মাদক কারবারি কে আটক করেছে কাজিপুর সেনাবাহিনীর সদস্যরা।
রবিবার (১৭ নভেম্বর) কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজার থেকে ২জন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, মহিউদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম
কাজিপুর উপজেলা আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম কালবেলা কে জানান গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর সেনাবাহিনীর একটি টিম সোনামুখী বাজারে অভিযান চালিয়ে ১০৫ পিচ ইয়াবা সহ ২ জন কে আটক করা হয়েছে , এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়
তিনি আরো জানান, পরে নিয়মিত মাদকের মামলা দিয়ে কাজিপুর থানায় প্রেরণ করা হয়েছে ,
কাজিপুর থানার এসআই হাসানুর রহমান জানান মামলার প্রস্তুতি চলছে,মামলা হলে আসামীদের কে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ।