আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান
জনপ্রিয় নেতা সেলিম রেজা । সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে বিএনপি থেকে নির্বাচন করবেন তিনি। তাইতো স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে কাজ করে যাচ্ছেন তিনি।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা তুলে ধরেন সেলিম রেজা নিজেই ।
সেলিম রেজা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাজিপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
সাক্ষাৎকারে সেলিম রেজা বলেন, আমি অবশ্যই নির্বাচন করবো, নমিনেশন কিনবো, দল মনোনয়ন দেবে কিনা সেটা দলের ব্যাপার। ৫ তারিখের আগে কেউ কোনো কাজ করতে পারিনি।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আমি কাজ শুরু করেছি। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। আমার বাসাতেও দলীয় নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছি। এসব বৈঠকে নেতাকর্মীরা আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে।
তিনি বলেন, কাজিপুর ও সিরাজগঞ্জবাসীর সমর্থন এবং দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। কাজিপুরের উন্নয়নে কাজে অংশ নিতে চাই। এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য দেশবাসীর কাছে দোয়াও চাই।
কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান আমরা সাংগঠনিক ভাবে সেলিম রেজা ভাই কে জাতীয় নির্বাচনে কাজিপুরে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনয়ন দেবার দাবি করছি এবং মনোনয়ন পেয়ে অবশ্যই নকাজিপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন
সেলিম রেজা কাজিপুর থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আফজাল হোসেন সরকার চেয়ারম্যানের সুযোগ্য সন্তান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মো: সেলিম রেজা (বি,কম – সম্মান, এম,কম) ব্যবসায়ী ও রাজনীতিবিদ। ১৯৮০ সালে সিরাজগঞ্জ বিএ কলেজ ছাত্রদলের সদস্য হন , ১৯৮৫ সালে রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য নির্বাচত হন , ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হবিবুর রহমান হল ছাত্রদলের সাহিত্য সম্পাদক , সাবেক সিনিয়র সহসভাপতি – কাজিপুর উপজেলা বিএনপি, সাবেক আহবায়ক – কাজিপুর উপজেলা বিএনপি, সাবেক সভাপতি – কাজিপুর উপজেলা বিএনপি ও গণ শিক্ষা বিষয়ক সম্পাদক – সিরাজগঞ্জ জেলা বিএনপি, সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও ভারপ্রাপ্ত আহব্বায়ক, কাজিপুর উপজেলা বিএনপি, সাবেক সদস্য সচীব কাজিপুর উপজেলা বিএনপি, বর্তমান সভাপতি কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দ্বায়িত্ব করছেন , এবং ২০২০সালে সিরাজগঞ্জ – ১ ( কাজিপুর ও সদর আংশিক) সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী জাতীয় সংসদ উপ-নির্বাচনে নির্বাচন করেন।
মিজান রহমান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :