1. info@www.shobbela.live : NEWS TV : NEWS TV
  2. rahman.mdmijan5@gmail.com : https://www.shobbela.live/ https://www.shobbela.live/ : https://www.shobbela.live/ https://www.shobbela.live/
  3. info@www.shobbela.live : সববেলা :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

বন্দুকের নলের চাইতে মানুষের ভালোবাসার শক্তি অনেক বেশি : কনক চাপা

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার,বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিকের আহ্বায়ক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুমানা মোর্শেদ কনক চাপা বলেছেন বন্দুকের নলের চাইতে ভালোবাসার শক্তি অনেক বেশি,

শুক্রবার ৩ জানুয়ারি দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী বাজারের সোনামুখী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন আমি আমার কাজিপুরের মানুষকে এতটাই ভালোবাসি যতটা নিজেকে ভালোবাসি,আমি কাজিপুর কে নির্যাতন মুক্ত, সন্ত্রাস, মাদক , মিথ্যাচার মুক্ত এক কাজিপুর উপহার দিতে চাই,
আমি কাজিপুরের মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছি, তা কখনো শোধ করার মত না, কিন্তু আমি জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি সেই ঋন শোধ করবো না, আমি জনগণের জন্য কাজ করবো, আমি আমার বাকি জীবন টা জনহিতকর কাজে নিজেকে নিয়োগ করলাম। এবং আমার জনগণের যে ন্যায্য দাবি আমি তা পুরন করবো।
এক প্রশ্নের জবাবে রুমানা মোর্শেদ কনক চাপা জানান আমি রাজনীতিতে এসেছি আমার পরিবারের সবচেয়ে বড় সাপোর্ট পেয়ে, তিনি আরো বলেন আপনি যে প্রশ্ন টা করেছেন
রাজনীতি খুব কঠিন, কিন্তু আমি সহজভাবে বলি, আমি সহজ সরল মানুষ, আমি খুব সহজভাবেই একটা বাক্য বলি, রাজনীতি খুব কঠিন, আমি এই কঠিনেরই ভালোবাসতাম।

এসময় তার সাথে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট