1. info@www.shobbela.live : NEWS TV : NEWS TV
  2. rahman.mdmijan5@gmail.com : https://www.shobbela.live/ https://www.shobbela.live/ : https://www.shobbela.live/ https://www.shobbela.live/
  3. info@www.shobbela.live : সববেলা :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

কথা ছিল ১৬ ডিসেম্বর তামান্নার বিয়ে

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

ইসরাত জাহান তামান্না ও মোহাম্মদ সাহেদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় তাদের দুজনের। আগামী ১৬ ডিসেম্বর বিয়ের দিন ছিল। ছেলে থাকে প্রবাসে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছেলে দেশে এসেছে। কিন্তু ডেঙ্গু কেড়ে নিল তামান্নার সুন্দর জীবন।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায়। তামান্না ওই এলাকার মো. দিদারুল আলমের মেয়ে।

 

পরিবার সূত্রে জানা যায়, ইসরাত জাহান তামান্নার (২৩) সঙ্গে পারিবারিকভাবে নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ সাহেদের সঙ্গে বিয়ের দিন ঠিক হয়। বিয়ের অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে কমিউনিটি সেন্টারও।

কিন্তু কিছুদিন আগে হঠাৎ তানিয়ার গায়ে জ্বর দেখা দেয়। দিন দিন তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করনো হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে অন্য একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে দুদিন আইসিইউয়ে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

এদিকে ছেলে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশে এসে পৌঁছেছেন সাহেদ। কিন্তু এসেই শোনেন তামান্না আর নেই।

মেয়ের মামা শাহেদ মিয়া বলেন, মনকে বোঝাতে পারছি না। ভাগ্নিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। যে ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে ঠিক হয়েছে সে ওমান থাকে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছেলে দেশে এসেছে। কিন্তু দুঃখের বিষয় ভাগ্নি পৃথিবীতে আর নেই। যেখানে আমার ভাগ্নি লাল শাড়ি পড়ে বধূ সেজে বরের বাড়িতে যেত, আজ তার নিতর দেহ পড়ে আছে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট