কাজিপুর মডেল প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগ এনে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
২৫ নভেম্বর (সোমবার) সকালে কাজিপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার কাজিপুর প্রতিনিধি মিজান রহমান কাজিপুর থানায় হাজির হয়ে এ লিখিত অভিযোগ দায়ের করেন। এসময় সাথে ছিলেন কাজিপুর মডেল প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও জাগরণী টিভির স্টাফ রিপোর্টার বিপ্লব হাসান।
লিখিত অভিযোগসূত্রে জানা যায়, কাজিপুর মডেল প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করে কে বা কারা বিভিন্ন অপপ্রচার ও অসঙ্গতিপূর্ণ পোস্ট করছে,যা মডেল প্রেসক্লাবের সম্মান ক্ষুর্ণ করে এবং জনমনে বিভ্রান্তি ছড়ায় বিধায় ভূয়া ও ফেইক আইডির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
কাজিপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার কাজিপুর প্রতিনিধি কবির মাহমুদ বলেন,” যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভূয়া ও পরিচয়হীন ফেসবুক আইডি পরিচালনা করে তারা এক প্রকার সাইবার সন্ত্রাস, আমরা চাই প্রশাসনের মাধ্যমে এসমস্ত ফেইক আইডি চিহ্নিত করতে এবং জনগণের কাছে সত্য ও নিখাঁদ খবর পৌঁছাতে।
অভিযোগ বিষয়ে কাজিপুর থানার ওসি (তদন্ত) লাল মিয়া জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ‘।